বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
BOES
স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার।
বোয়েসেল-এর মাধ্যমে অর্ডানের AL MASERA পার্সেন্টন্টস-এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে।
পাথর নাম
লিঙ্গ পদের সংখ্যা (জন)
মেশিন অপারেটর
মহিলা ৪০০জন
পুরুষ ৫০জন
১২৫ জেডি
নিম্নে উল্লিখিত Google Link://
https forms the PyCtClicdxx
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ২০-৩৫ এর মধ্যে হতে হবে। অতীন ফেরত কর্মীদের আবেদন গ্রহণযোগ্য নয়। সুদান প্রত্যাগও কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির শর্তাবলিঃ
(১) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটইম (দৈনিক ২-৪ ঘণ্টা)। (২) চাকরির চুক্তি • ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য)।
৩) নিয়োগকর্মী কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
(
(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং, তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
(৫) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে:
(
৩) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবে।
ঘোয়েগেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ।
নির্বাচিত কর্মীদের সফল যার কোম্পানি বান করবে। শুধু মাত্র মেডিকাল ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং ফিলার ফ্রিন্ট ব্যাকন ২২০/- (দুইশত
বিশ) দিনা খরচ হবে যা কোম্পানিতে যাওয়ার পর ফেরত দেয়া হবে।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে। (১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি (৩) এভাবিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে।
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ সাক্ষাৎকার/প্র্যাকটিকাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থান ও সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা
হলো।
তারিখ ও বার
১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. রুবার
শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুল বালাম রোড, মিরপুর, ঢাকা
সকাল ৮,০০ টায়
এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫৫০২-৪৮৩১৭৫১৫ এবং প্রবাস বন্ধু কলসেন্টার ১৩১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে।
উল্লেখ্য যে, প্রার্থীদের কোনো Bio-data (জীবন বৃত্তান্ত) সঙ্গে আনার প্রয়োজন নেই।
বি.দ্র: অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা নয়। চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট।
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।