Banglar Songbaad

রমজান মাসে শেষ দশ দিনের আমল

রমাদানুল কারীমের শেষ দশদিনের ১০ টি মাসনুন আমল :

১. রমাদানের সাধারণ আমলগুলো এই দশকে আরো বেশি গুরুত্বের সাথে সম্পাদন করা।

২. ইতিকাফ করা।

৩. ইবাদতের জন্য রাত্রিজাগরণ করা।

৪. পরিবারের সদস্যদের রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করা।

৫. কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া বা ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা।

৬. অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা।

৭. প্রতি রাতে; বিশেষ করে বেজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা।

৮. শবে কদরের দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী।

৯. ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ দেখার দোয়া পড়া।

১০. সাদকাতুল ফিতর আদায় করা।

Exit mobile version