Banglar Songbaad

চ্যাটজিপিটি’ chat gptব্যাপক ভাবে সাফল্য দেখিয়েছে অনলাইনে

যাদের অনলাইনে জানার ইচ্ছা ছিল না তারা চ্যাটজিপিটি বিষয়ে জানতে চাইছে। কি বাকি আছে এই সাইটে আপনাকে দিতে পারবে না। গুগল সার্চ এর মতো বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পাওয়া যাচ্ছে এই সাইট থেকে।চ্যাট জিপিটি মূলত একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা প্রয়োজনীয় অনেক কাজ করতে পারেন। সেই গুলো হচ্ছে গান লিখা কবিতা লিখাগনিতিক সমস্যর সমাধান ‌যে কোন বিষয় প্রতিবেদন লেখা ইত্যাদি। অনেক আইটি বিশেষজ্ঞ ধারণা ভবিষ্যৎ তে এই সফটওয়্যার মানুষের চাকরির বাজার শেষ করে দিবে।কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক চ্যাটবট পৃথিবীর সবচেয়ে কঠিন থেকে কঠিনতম পরীক্ষাগুলিতে অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হচ্ছে। সেই বিভিন্নভাবে আইনি পরীক্ষায় বসেছে, দিয়েছে ডাক্তারি পরীক্ষাও, এমনকি MBA পরীক্ষাতেও তার পরাদর্শিতা ছিল দেখার মতো। শুধু কি তাই , এই Chatbot-এর সাহায্যে কোডাররা কোড লিখছে, এছাড়া ও এর সাহায্যে শিক্ষার্থীরা তাদের হোমওয়ার্ক পর্যন্ত করে ফেলছে।তাহলে কি অঘটন ঘটাতে চলছে ভবিষ্যৎতে!!
Exit mobile version