Banglar Songbaad

ইন্ডিয়া ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস

ইন্ডিয়া ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস;

১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।

২। ছবি ২ কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।

৩। বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।

৪। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।

৫। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।

৬। আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।

৭। ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।

৮। স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।

৯। সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।

১০। আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

Exit mobile version