Banglar Songbaad

মালবোঝাই এক লরির সংঘর্ষে দক্ষিণ আফ্রিকায় ৫বাংলাদেশী নিহত হয়েছে

  • দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ দুর্টনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহ সকাল ৯ টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মালবোঝাই এক লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়েমুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটণাস্থলে ৫ বাংলাদেশী নিহত হয়। আহত হয় বাংলাদেশগামী যাত্রী আনিসুল হকসহ অপর বাংলাদেশী।
Exit mobile version