Banglar Songbaad

নিরাপদে ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আম খেতে চান?

নিরাপদে ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আম খেতে চাইলে মৌসুমের সময় আম খাওয়া উচিত বলছেন বিশেষজ্ঞরা।

সিজনের আগে যেসব আম পাওয়া যায় তা মূলত অপরিপক্ব আম। তবে অপরিপক্ব বলতে একেবারে কাচা বুঝানো হয়নি।  এগুলো কাটলে দেখা যায় আঁটিগুলো নরম। কিন্তু আমগুলো বাজারে আসে পরিপক্ব রুপে যা কিনা ক্যালসিয়াম কারবাইড দিয়ে পাকানো হয়।
তাই সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে।
কারবাইডে পাকানো আম চিনবেন যেভাবে তা নিচে উল্লেখ করা হল:

এছাড়াও ঘরোয়া আরও বিভিন্ন টোটকা রয়েছে প্রাকৃতিক নিয়মে পাকা আম চেনার উপায়। আমরা বাংলার সংবাদ টিম উক্ত বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছি এবং আমাদের সাধ্যমতো আপনার সঠিক তথ্য দিয়েছি।

Exit mobile version